জার্মান-বাংলা রিপোর্ট: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে যে কারাগারে রাখা হয়েছে সেটির ব্যবহার উপযোগিতা নিয়ে ফের প্রশ্ন তুলে রিজভী বলেন, স্যাঁতস্যাঁতে, জরাজীর্ণ ভবন দীর্ঘদিন পরিত্যাক্ত থাকলে যা হয়, এখন সেরকমই অবাসযোগ্য ও নানা অসুখ-বিসুখ আক্রমণের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে কারাগারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাস করার কক্ষটি। অসংখ্য পোকামাকড়ে আর্কীণ কক্ষটি বাস করা যেন নরকবাস। তার শরীরে পোকামাকড়ের দংশনে তিনি আরো বেশি গুরুত্বর অসুস্থ হয়ে পড়েছেন। তিনি বলেন, বহুপ্রাচীন দেওয়ালগুলো থেকে ঝরেপরা সিমেন্ট ও বালি চোখ দুটোর অবস্থা আরো গুরুতর অবনতির দিকে ঠেলে দিচ্ছে। ব্যথায় চোখ দুটো সব সময় লাল হয়ে থাকে। রুমটি ভেজা-ভেজা ও অস্বাস্থ্যকর ধূলাকীর্ন থাকার কারণে তার প্রচণ্ড কাশি প্রতিদিন বেড়েই চলছে।
সরকারের অনীহার কারণে খালেদা জিয়ার চিকিৎসা হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি বলেন, খালেদা জিয়া, তারেক রহমানসহ বিএনপিকে ধ্বংস করাই সরকারের প্রধান এজেন্ডা। আর এই এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়েই প্রতিহিংসা চরিতার্থ করা হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবৈধ ক্ষমতার জোরে বন্দি করে রেখে ধুকে-ধুকে তাকে কষ্ট দিতে।