রাজশাহীর গোদাগাড়ী থেকে ছয় নারীসহ সাত জেএমবি সদস্যকে আটক করেছে পুলিশ। বর্তমানে পুলিশি হেফাজতে তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
বুধবার (১৮ এপ্রিল) ভোরে উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা পুলিশ তাদের আটক করে। সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে তাদের ব্যাপারে বিস্তারিত জানানোর কথা রয়েছে।
জানতে চাইলে রাজশাহী জেলা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার সুমিত চৌধুরী বাংলানিউজকে জানান, তদন্ত করে ছয় নারীকে শনাক্ত করা হয়। এর পর বুধবার ভোরে অভিযান চালিয়ে ছয় নারীসহ সাতজনকে আটক করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জেএমবির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এদের মধ্যে দুইজন পুলিশের তালিকাভুক্ত জেএমবি সদস্য এবং বাকিরা নতুন সদস্য।
রাজশাহীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল্লাহ বাংলানিউজকে বলেন, গত পহেলা বৈশাখের (১৪ এপ্রিল) দিন বিকেলে গোদাগাড়ী এলাকায় বর্ষবরণের অনুষ্ঠান বিরোধী লিফলেট বিতরণ করছিলেন দু’জন বোরখা পরা নারী।
লিফলেট বিতরণের সূত্র ধরে গোয়েন্দা পুলিশ প্রথমে ওই দুই নারীকে আটক করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও পাঁচজনকে আটক করা হয়। মোট সাতজনের মধ্যে ছয়জন নারী ও একজন পুরুষ। পরে তাদের নাম-পরিচয় জানানো হবে বলেও জানান পুলিশ সুপার মো. শহিদু্ল্লাহ।