সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত জার্মানির ফাংফ্রুট শহরে মাবিন (রেজিঃ) সংগঠনের উদ্যোগে গত ২২ এপ্রিল এক বিশাল আলোচনা সভা, দোয়া মাহফিল এবং নৈশভোজের আয়োজন করা হয়। আলোচনা সভায় মাবিনের সামাজিক কার্যকলাপের ভূয়সী প্রশংসা করা হয় এবং মাবিন পরিচালিত মসজিদটিকে প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন ভাবে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
হাফিজুর রহমান আলমের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিপুল পরিমাণ রাজনৈতিক,সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, কর্মী- বৃন্দ ছাড়াও অনেক মা বোনরাও উপস্থিত ছিলেন।
আলোচনায় অংশ নেন জনাব বাবুল তালুকদার, মাহফুজ ফারুক, খালেদ ইসলাম, আতিকুর রহমান সবুজ, আশরাফুল ইসলাম টিপু,কাজী আসিফ হোসেন দিপ,মোঃ রানা, আমানুল্লা ইসলাম সহ অনেক।
জাহিদুল ইসলাম পুলক, মহসিন হায়দার মণি এবং মাবিনের সভাপতি জনাব
আমানুল্লা ইসলাম মাবিনের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। সকলের ঐক্যবদ্ধ সহযোগিতায় মাবিন ভবিষ্যতে জার্মান প্রবাসীদের কল্যাণে কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।