এ. এম. উবায়েদ (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুরে ব্যবসায়ী আলমগীর হোসেন হত্যা মামলার আসামীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী।
শনিবার (১ সেপ্টেম্বর) দুপুরে হোসেনপুরের গাঙ্গাটিয়া বাজার সড়কে এ কর্মসূচি পালিত হয়।
আসামীরা গ্রেফতার না হওয়ায় মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, এলাকাবাসী চার আসামীকে ধরে পুলিশে দিয়েছে। অথচ অন্য আসামীদেরকে ধরতে কোন তৎপরতা নেই। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। কর্মসূচিতে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করেন।
উল্লেখ্য, পাওনা টাকা চাওয়ায় গত ৬ আগস্ট বেলা সাড়ে ১২ টার দিকে হোসেনপুরের ডাংরী গ্রামের ব্যবসায়ী আলমগীর হোসেনকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করে প্রতিপক্ষের লোকজন।
এ ব্যাপারে নিহতের পিতা শহীদুল ইসলাম বাদী হয়ে চিহ্নিত ১৪ জন ও অজ্ঞাতনামা আরও ৭/৮ জনকে আসামী করে হোসেনপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে সিআইডি তদন্ত করছে।