এ.এম. উবায়েদ, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে পাঁচ দিনের সরকারী সফর শেষে বঙ্গবভনে হেলিকপ্টারযোগে ফেরার পথে পড়ন্ত বিকেলে ছেলে আহম্মেদ তুহিনের বিশাল জনসভা পরিদর্শন করলেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
শুক্রবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে আওয়ামী লীগের বিভিন্ন উন্নয়নর্মলক কর্মকান্ড তুলে ধরার মাধ্যমে নেতাকর্মীদের দিকনির্দেশনা প্রদান করার জন্য এই জনসভার আয়োজন করা হয়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাষ্ট্রপতি আবদুল হামিদের ছেলে ও প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজের পরিচালক রাসেল আহাম্মদ তুহিন।
তিনি তার বক্তব্যে আওয়ামী লীগের বিগত দিনের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন এবং আসন্ন নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে জনগণের প্রতি আহ্বান জানান। জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।
জনসভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা আনোয়ার কামাল, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বকুল, প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক আ ন ম নৌশাদ খান, জেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল গণি ঢালী লিমনসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী বৃন্দ।