স্পষ্ট কথা; বলতে পারছি না
অন্তঃ অনলে পুড়ে মরছি।
চারপাশে অসম ক্ষমতা আর দুবৃর্ত্তের কষাঘাত
আমাকে দাবিয়ে রাখলেও
মনের গহীনে ঘৃণা-ধিক্কার তা-রই জন্যে।।।
সমাজে আজ ওদেরই দাপট
যারা অন্যায়ের স্বর্গে
জুলুমের রক্তস্রোতে নিমজ্জিত।
বড়ই করুণ হয় ওদের জন্যে
যারা দুনিয়ার রঙ্গ-তামাশায় মত্ত
সত্য লোকায় হেসে-খেলে।।
আমি অদম, প্রতিবাদহীন বন্ধ মুখ
শুধু চোখে দেখি কানে শুনি
অনুভবে বুঝতে পাই-
এ হৃদয়ে অঝর ধারায় রক্তক্ষরণ!
আমি কি করব?
অন্যায়ের কাছে মাথা নুইয়ে
ক্ষণিকের রঙ্গশালায় ফিরে যাব?
না. না.. না… আমি তো কাপুরুষ নই-
বন্ধ কর তুর অসম ক্ষমতা
দুবৃর্ত্তপনা আর মাস্তানি
মানুষ হয়ে মানুষের ন্যায় সামনে দাঁড়া
তখনই দেখবে, সত্য কত কঠিন
অন্যয়ের বিপক্ষে তা-রই জয়।
আমি সেই দিনেরই অপেক্ষায়
আধার মুছে উঠবে সোনালী রোদ
অন্যায়ের মুখচ্ছবি উন্মোচিত হবে
সেই দিনই আমার হৃদয়ের রক্তক্ষরণ বন্ধ হবে…
শামস রহমান, ঢাকা।
shamsrahman88@yahoo.com