এইচ এম আলমগীর কবির,সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের হয়রানি করার অভিযোগে চার দালালকে ১৫ দিন করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান এ আদেশ দেন।
দন্ড প্রাপ্তরা হলেন, পৌর এলাকার হোসেপুর মহল্লার মৃত উবার শেখের ছেলে আনোয়ার শেখ (৪২), মৃত বাহাদুর শেখের ছেলে মামুন শেখ (৩৬), বিষা শেখের ছেলে লাভলু ওরফে লাবু (৪৭) এবং মালশাপাড়া মহল্লার হাসিনুর শেখের ছেলে শহীদুল শেখ (৪২)।
পেশকার মিলন সরকার জানান, দীর্ঘদিন ধরে একটি দালালচক্র হাসপাতালে আসা রোগীদের নানাভাবে হয়রানি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে সেখানে অভিযান চালিয়ে চার দালালকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে তাদের প্রত্যেককে ১৫ দিন করে কারাদন্ড দেয়া হয়।
অভিযানে সহযোগিতা করেন গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মোঃ মনিরুজ্জামান ও পুলিশের সদস্যরা।