হাসান আহাম্মেদ সুজন,জামালপুর প্রতিনিধি:সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভোলা বোরহানউদ্দিনে হয়রত মোহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে ৪ চারজন নিহতের প্রতিবাদ এবং নবীজিকে অবমাননাকারী বিপ্লব চন্দ্র শুভ’র ফাঁসি ও মুসল্লিদের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে জামালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সম্মিলিত তৌহিদী জনতা।
২২ অক্টোবর মঙ্গলবার সকালে স্থানীয় শহরের পিটিআই সম্মুখ থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা চত্বরে গিয়ে শেষ হয়।
পরে বকুলতলা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে জামালপুর সম্মিলিত তৌহিদী জনতার আহ্বায়ক মাওলানা হাসান আলী’র সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা মেরাজুর রহমান, মাওলানা আবুল কাসেম, মুফতি আব্দুল্লাহ, মুফতি সামসুদ্দিন, মাওলানা মনিরুল ইসলাম, মাওলানা মোহাম্মদ আলী খান, মুফতি মোস্তফা কামাল, মাওলানা নজরুল ইসলাম, মুফতি ফরিদুল ইসলাম, মাওলানা আলাউদ্দিন,মাওলানা মাসউদ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, তৌহিদী জনতার বিরুদ্ধে মিথ্যা মামলা ২৪ ঘন্টার মধ্যে প্রত্যাহার করে নিতে হবে। অন্যথায় তৌহিদী জনতা রাজপথ ছাড়বেনা বলে হুশিয়ারি প্রদান করেন।