রামিম হাসান, ঝিনাইদহ প্রতিনিধি: অপহরণের ১৩ দিন পর ঝিনাইদহে সৃজনী বাংলাদেশ নামের একটি এনজিও’র প্রধান কার্যালয়ের গোপনকক্ষ থেকে আরিফ হুসাইন নামের এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে তাকে উদ্ধার করা হয় । এ ঘটনায় আটক করা হয়েছে ২ জনকে। উদ্ধারকৃত যুবক আরিফ জেলার মহেশপুর উপজেলার গৌরিনাথপুর গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান, শহরের পবহাটি এলাকায় ‘সৃজনী বাংলাদেশ’ নামের একটি এনজিও’ অফিসের ভিতর থেকে এক যুবকের চিৎকার শুনে স্থানীয়রা পুলিশে খবর দেয় । শুক্রবার সকাল ১১টার দিকে পুলিশ ঘরের তালা ভেঙ্গে অপহৃত যুবক আরিফকে উদ্ধার করে।
এ ঘটনায় লাবু হোসেন ও তোহিদ নামে সৃজনী বাংলাদেশ’র দুই কর্মকর্তাকে আটক করেছে পুলিশ।
পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত আরিফ হুসাইন ঢাকায় জনৈক নাসির উদ্দিন নামের এক ব্যক্তির সাথে ‘সৃজনী বাংলাদেশ’র চেয়ারম্যান এম হারুন অর রশিদের সাথে পরিচয় করিয়ে দেন। এরপর এনজিওর চেয়ারম্যান হারুন-অর রশিদ তাদের কাছে ৫ কোটি টাকা লেনদেন করলে তারা আত্মসাত করে পালিয়ে যান।
পরবর্তীতে গত মাসের ২৬ তারিখে শহরের পোষ্ট অফিস মোড় থেকে সৃজনী প্রতিষ্ঠানের লোকজন আরিফকে কৌশলে ডেকে অপহরণ করে। এরপর থেকেই তাকে সৃজনী বাংলাদেশ অফিসের একটি গুদাম ঘরে ৯ দিন ও নির্মাণাধীন বাড়িতে ৪ দিন আটক রাখে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।