হাবিবুর রহমান ,গাজীপুর প্রতিনিধি:সিরাজগঞ্জ হতে অপহৃত দুই ভিকটিমকে গাজীপুর হতে উদ্ধার করেছে র্যাব-১ এর সদস্যরা । সোমবার ( ০৭ অক্টোবর)বিকাল সাড়ে পাচঁটায় গাজীপুর মহানগরীর রাজবাড়ী এলাকা থেকে দুই ভিকটিম কে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ভিকটিমরা হলো,সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেবীপুর গ্রামের আঃ রশিদ মিয়ার ছেলে মোঃ জিহাদ হাসান (১৫) এবং একই এলাকার ইউসুফ আলীর ছেলে মোঃ সুমন।
আজ মঙ্গলবার সকালে এক প্রেস রিলিজে র্যাব জানায়,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, গাজীপুর জেলার সদর থানাধীন রাজবাড়ী এলাকায় কতিপয় অপহরণকারী ভিকটিমদ্বয়সহ মুক্তিপণের টাকা নেয়ার জন্য অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি গাজীপুর জেলার সদর থানাধীন রাজবাড়ী এলাকার একটি বাড়ীতে অভিযান পরিচালনা করে অপহৃত ভিকটিমদেরকে উদ্ধার করে।এসময় র্যাবের উপস্থিতি টেরপেয়ে অপহরণকারীরা সু-কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।
র্যাব আরো জানায় , গত ১ আগষ্ট আনুমানিক ১১.৩০ টার দিকে ভিকটিম দ্বয় তাদের নিজ গ্রাম সিরাজগঞ্জ হতে অপহৃত হয়।