এইচ এম আলমগীর কবির,সিরাজগঞ্জ প্রতিনিধি:পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি, এই শ্লোগান নিয়ে কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ উপলক্ষে সিরাজগঞ্জ জেলা পুলিশের আয়োজনে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে র্যালিটি সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয় হতে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে এসে শেষ হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর-কামারখন্দ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, পুলিশ সুপার টুটুল চক্রবর্তী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ বিমল কুমার দাস, মোস্তফা কামাল খান, সিরাজগঞ্জ পৌর মেয়র আব্দুর রউফ মুক্তা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ, প্রেসক্লাবের সভাপতি হেলাল উদ্দিন, সম্পাদক ফেরদৌস রবিন প্রমূখ।
পরে শহীদ মুনসুর আলী অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় সদর উপজেলার সকল পুলিশিং কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।