এইচ এম আলমগীর কবির,সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুল অভিযান চলিয়ে ফেন্সিডিসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার ভোর রাতে চাপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামি একতা পরিবহনের একটি বাসে তল্লাশী করে মাকদসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার নলডুববী গ্রামের মৃত তাজমুল হোসেনের ছেলে জামাল হোসেন (১৯) একই উপজেলার নামোচোকপুর গ্রামের মহবুল হোসেনের ছেলে কাওসার হোসেন (১৫)।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. আকতারুজ্জামান এই তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর রাতে জেলার সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় চেকপোষ্ট বসিয়ে চাপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামি একতা পরিবহনের একটি যাত্রিবাহি বাসে (ঢাকা মেট্রো-১৪-৮১৪৬) তল্লাসি করে জামাল ও কাওসারের নিকট থেকে ৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ সময় ঐ দুই মাদক ব্যাবসায়িকেও আটক করা হয়। এ বিষয়ে সলঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে ওসি জানান।