এইচ এম আলমগীর কবির, সিরাজগঞ্জ প্রতিনিধি: ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের নিয়ে সিরাজগঞ্জে গণহত্যা অনুসন্ধান কমিটি আয়োজিত শহীদ পরিবারের সমাবেশ ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে জাতীয় পকাতা উত্তোলনের মধ্যে দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় বৈরী আবহাওয়া উপেক্ষা করে শত শত শহীদ পরিবারের সদস্যরা একটি র্যালী শহর প্রদক্ষিণ করে।
গণহত্যা অনুসন্ধান কমিটির আহবায়ক মুক্তিযোদ্ধা সাইফুল ইসলামের সভাপতিত্বে মুক্তিযুদ্ধে নিহত ও শহীদ পরিবারের সদস্যরা সমাবেশে তাদের মনের কথা ব্যক্ত করেন।
সম্মেলনে গণহত্যা অনুসন্ধান কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম বলেন, মহান মুক্তিযুদ্ধে পাক বাহিনী ও তাদের দোষরদের হাতে নিহত পরিবারগুলোকে সঠিক ভাবে টিহ্নিত করে তাদের শহীদ পরিবারের মর্যাদা প্রদান করাই আমাদের মুল লক্ষ্য। একই সাথে শহীদদের তালিকা প্রস্তুত, শহীদদের মর্যাদার দাবি এবং মুক্তিযুদ্ধে শহীদ ও ক্ষতিগ্রস্ত পরিবারকে সংগঠিত করা, গণহত্যার স্থান চিহ্নিত করার জন্যই আজকের সমাবেশ। গণহত্যা অনুসন্ধান কমিটি সেই লক্ষ নিয়ে কাজ করছে। সিরাজগঞ্জ থেকে কাজ শুরু হয়েছে আগামিতে সারা দেশে এর কার্যক্রম ছড়িয়ে পরবে বলেও তিনি মনে করেন।
মুক্তিযোদ্ধা আশরাফুল ইমলাম চৌধরী জগলু ও নবকুমার কর্মকারের সঞ্চালনায় সম্মেলনে শহীদ পরিবারের সদস্য ও শহীধ আবুল কালাম আজাদের দুই বোন, শহীদ ইঞ্জিনিয়ার আহসান হাবীবের ছোট ভাই, আব্দুস সোবহানের ছেলেসহ অনুষ্ঠানে অনেক শহীদ পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন। নিজেদের শহীদ পরিবারের সদস্য দাবি করেন এবং শহীদ পরিবারের প্রতি রাষ্ট্রের দায়িত্ব গুলো পালনের জোর দাবি জানান।