এইচ এম আলমগীর কবির, সিরাজগঞ্জ প্রতিনিধি: যমুনা নদীতে মা ইলিশ রক্ষায় সিরাজগঞ্জের এনায়েতপুরে অভিযান চালিয়ে (১৮টি কারেন্ট জাল) ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পড়িয়ে দেয়া হয়েছে। সেই সাথে ৬ জেলেকে ৯দিন করে বিনাশ্রম কারান্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। এসময় ৮০ কেজি ইলিশ মাছ জব্দ করে স্থানীয় এতিমখানায় বিতরন করা হয়েছে। বুধবার গভীর রাতে এনায়েতপুরে অভিযান চালিয়ে জাল মাছসহ তাদের আটক করা হয়।
দন্ডপ্রাপ্তরা হলেন, রবি চাঁন (৩০), রওশন আলী (৩৫), শাহিন খান (৪০), মজিবর রহমান (৪০), জাহিদুল ইসলাম (৩৫), মিজানুর রহমান (২৫)।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার মো. আনিসুর রহমান জানান, বুধবার রাতে যমুনা নদীর এনায়েতপুর অংশে অভিযান চালিয়ে ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও ৬৮জনকে আটক করা হয়। পরে আটকদের ৯ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। উদ্ধারকৃত কারেন্ট জাল পুড়িয়ে দেয়া হয়েছে। উদ্ধারকৃত মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।