এইচ এম আলমগীর কবির, সিরাজগঞ্জ:সিরাজগঞ্জ সদর উপজেলায় বকুল হায়দার বকুল (৫২) নামে এক ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ইউপি সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এঘটনায় নিহতের সহযোগীসহ দুইজনকে আটক করেছে পুলিশ। শনিবার ৮টার দিকে সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের পিপুলবাড়ীয়া-ভেওয়ামারা বাজারের ব্রীজ এলাকার উত্তরপাশে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন- নিহত বকুল হায়দারের সহযোগী মোটরসাইকেল চালক ও পল্লী বিদ্যুতের পরিচালক রফিকুল ইসলাম এবং খুনের ঘটনার পর মোটরসাইকেলের পাশে দাঁড়িয়ে রফিকুলকে মোবাইলে কথা বলতে দেখা আজিবর রহমান।
নিহত বকুল উপজেলার বাগবাটি ইউনিয়ন পরিষদের সদস্য ও দত্তবাড়ি গ্রামের হযরত আলী মুন্সীর ছেলে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রফিকুল ইসলাম এতথ্য নিশ্চিত করে জানান, বকুলের বাড়ির সামনে এ ঘটনা ঘটেছে। প্রাথমিক ধারণা করা হচ্ছে, তার পেছন দিক থেকে গুলি চালানো হয়েছে। লাশের ডান পাশের কানে নিচে ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গেছে। ময়নাতদন্তের পর স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। হত্যাকান্ডের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলমান রয়েছে বলে তিনি জানান।