একেএম বাবু রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে গোদাগাড়ী সমিতির মতবিনিময় সভা ১৬ই জুলাই রবিবার বহরমপুর গোল্ডেন সেফ চাইনিজে অনুষ্ঠিত হয়েছে।
এতে গোদাগাড়ী সমিতির সভাপতি, কাকনহাট পৌরসভার সফল (মেয়র) অাব্দুল মজিদ মাষ্টারের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে রাজশাহী জেলা অাওয়ামী লীগের সংগ্রামী সভাপতি ও তানোর গোদাগাড়ী অাসনের শিক্ষা অনুরাগী সফল (এমপি) এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনের এক মাত্র শেখ হাসিনার নৌকার মাঝি অালহাজ্ব ওমর ফারুক চৌধুরী উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দিয়েছেন।
এদিকে, মতবিনিময় সভাতে ওমর ফারুক চৌধুরী গুরুত্বপূর্ণ বক্তব্যে বলেন, রাজশাহী সিটিকে মেগা সিটি করতে হলে অাগামী ৩০ শে জুলাই এএইচএম খায়রুজ্জামান লিটন ভাই ছাড়া তুলোনা নাই? তিনি বলেন রাজশাহী সিটির নাগরিকের অধিকারে নাগরিকেরা এবারে অার গত বারের মত কোন ভুল করবেনা।
ফারুক চৌধুরী (এমপি) বলেন, সব কিছু ভুলে গিয়ে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল ও ২১ভিশন বাস্তবায়ন করার জন্য রাজশাহী সিটির নগর পিতা হিসেবে এএইচএম খায়রুজ্জামান লিটনের হাতে উন্নয়নের প্রতীক নৌকা হাতে তুলে দিয়েছেন। সেই সব কারণে সকল শ্রেনীর জনগণ লিটনকে মেয়র হিসেবে পেতে চাচ্ছে। অপরাধ প্রতিরোধ সামাজিক সংগঠন ন্যাশনাল ক্রাইম অবজারভেশন এন্ড লিগ্যাল এইড সংস্থার রাজশাহী ডিভিশনের সমন্ময়কারীর পর্যবেক্ষণেও উঠে এসেছে। সে কারণে নৌকার বিজয়ের জন্য রাজশাহী জেলা অা,লীগের সকল নেতা কর্মীদেরকে কাধে কাধ মিলিয়ে একত্রে থেকে বিজয় না হওয়া পর্যন্ত মাঠে থেকে।
এছাড়া শহরে থাকা অাত্বীয়দের নিজ নিজ মাধ্যমে নৌকার পক্ষে নতুন ভাবে অালোড়ন তৈরি করার জন্য সকলের প্রতি অাহব্বান জানিয়েছেন লড়াকু সৈনিক রাজশাহী ১ অাসনের (এমপি) ওমর ফারুক চৌধুরী তিনি তার বক্তব্যে এ কথা গুলো তুলে ধরেছেন।
অপরদিকে গোদাগাড়ী সমিতির সকল সদস্যরা উক্ত মত বিনিময় সভাতে উপস্থিত থেকে অনুষ্ঠান ঈদ উৎসবের মত পরিবেশ হয়েছিলো বলে সে সমিতির অনেক সদস্যরা সংবাদ কর্মীদের এ জানিয়েছেন।