1. jashimsarkar@gmail.com : admin :
  2. fatama.ruma007@gmail.com : Fatama Rahman Ruma : Fatama Rahman Ruma
  3. anikbd@germanbangla24.com : Editor : Editor
  4. rafid@germanbangla24.com : rafid :
  5. SaminRahman@germanbangla24.com : Samin Rahman : Samin Rahman

সাতক্ষীরায় বিএনপির জীবানু নাশক স্প্রে ও সচেতনতাবৃদ্ধিমূলক প্রচার

সাতক্ষিরা (বাংলাদেশ) জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময়: রবিবার, ২৯ মার্চ, ২০২০
বিএনপির উদ্যোগে করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে সাতক্ষীরা শহরের হাটের মোড় থেকে জীবানু নাশক স্প্রে ছিটানো হয়।
Check for details

আজ রবিবার (২৯/৩/২০২০) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে সাতক্ষীরা শহরের হাটের মোড় থেকে জীবানু নাশক স্প্রে ছিটানো ও সচেতনা বৃৃদ্ধিতে মাইকিংএ প্রচার শুরু করা হয়।

সাতক্ষীরা জেলা বিএপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলীর নেতৃত্বে বড়বাজারসহ শহরের বিভিন্ন মোড়ে জীবাণু নাশক স্প্রে ছিটানো ও সচেতনতা বৃদ্ধির জন্য মাইকিংএ প্রচার কার্যক্রম শুরু করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আলিম চেয়ারম্যান, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এসময় জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী বলেন, এই মহামারী করোনা ভাইরাস থেকে আমরা নিজেরা বা সমাজ বা দেশকে বাচাতে হলে নিজেদের মধ্যে সচেতনা বৃদ্ধি করতে হবে। আমাদেরকে আমাদের সাস্থ্য অধিদপ্তর ও বিশ্ব সাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে চলতে হবে। অন্যথায় এই মহামারি থেকে কেউ বাচতে পারবো না। তাই আসুন আমরা সবাই সাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মেনে চলি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

ফেসবুকে জার্মানবাংলা২৪

বিজ্ঞাপন

Check for details