নাইম আবদুল্লাহ: সিডনি প্রেস আ্যান্ড মিডিয়া কাউন্সিল রোববার (১২ আগস্ট) স্থানীয় সময় দুপুর ১ টায় ল্যাকেম্বাস্থ মধুর ক্যান্টিন রেঁস্তোরায় সম্প্রতি বাংলাদেশে নিরাপদ সড়কের দাবিতে ছাত্র বিক্ষোভের সময় পেশাদারিত্ব পালনকালে ৪০জন সাংবাদিকের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদ, হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক প্রতিবাদ সভার আয়োজন করেছে।
সিডনি প্রেস আ্যান্ড মিডিয়া কাউন্সিলের সভাপতি ড. এনামুল হক ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মতিন প্রবাসী সকল সাংবাদিকদের প্রতিবাদ সভায় যোগ দিতে বিনীত অনুরোধ জানিয়েছেন।