রবিবার সকাল ১১ টায় আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের কমলাপুরে কুমিল্লা পল্লী বিদুৎ সমিতি-২ এর আওতাধীন ১০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন কুমিল্লা আদর্শ সদর ৩৩/১১ কেভি উপ-কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আ.ক ম বাহাউদ্দিন বাহার এমপি।
এ সময়ে তিনি বলেন, জাতিরজনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। জাতিসংঘ ইতিমধ্যে বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে ঘোষনা দিয়েছে। আমরা এখন আর ভিক্ষুকের জাতি নই, বিশ্বে আমরা এখন মর্যাদাশীল জাতি।
১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে সমৃদ্ধ হচ্ছে।
প্রায় সাড়ে ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ উপ-কেন্দ্র থেকে আদর্শ সদর উপজেলার কালিরবাজার,দূর্গাপুর (উত্তর), দূর্গাপুর (দক্ষিন) ও আমড়াতলী ইউনিয়নের শতাধিক গ্রামে বিদুৎ সরবরাহ করা হবে। এতে করে এসব এলাকায় এখন থেকে নিরবিচ্ছিন্ন বিদুৎ সরবরাহ চালু থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন পল্লী বিদুৎ সমিতির নেতৃবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান এড.মো.আমিনুল ইসলাম টুটুল। স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা পল্লী বিদুৎ সমিতি-২ এর সিনিয়র জেনারেল ম্যানেজার মো.জাহাঙ্গীর আলম।
এসময় আদর্শ সদর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ সামছুজ্জামান,পল্লী বিদুৎ সমিতির তত্বাবধায়ক প্রকৌশলী মো.আতাউর রহমান চৌধুরী,নির্বাহী প্রকৌশলী আবদুল হান্নান, ডিজিএম (কারিগরি) যতিন মল্লিক সহ এসময় পল্লী বিদুৎ সমিতির কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এম.এস.এইচ.জয়