1. jashimsarkar@gmail.com : admin :
  2. fatama.ruma007@gmail.com : Fatama Rahman Ruma : Fatama Rahman Ruma
  3. anikbd@germanbangla24.com : Editor : Editor
  4. rafid@germanbangla24.com : rafid :
  5. SaminRahman@germanbangla24.com : Samin Rahman : Samin Rahman

“সমাজ পরিবর্তনে ক্ষুরধার লেখনি প্রয়োজন”

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ৪ মে, ২০১৯
লেখক আসাদুল্লাহ
Check for details

হাবিবুর রহমান, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের দূরগ্রাম বেলাসীতে জন্ম নেয়া শাহ মো. আসাদুল্লাহ একাধারে শিক্ষক ও লেখক ।
জেলার কাপাসিয়া উপজেলার বেলাসী গ্রামে মাদ্রাসায় শিক্ষকতা করছেন ।

বইপড়ার নেশা তার সেই ছোট্ট বেলা থেকেই । লেখালেখিতেও সময় কাটতো । মধ্যবিত্তের সংসারে থেকে তিনি যা দেখেছেন ,জেনেছেন ,জীবন কাটিয়েছেন সেই ভাবনা থেকেই তা লেখায় টেনে এনেছেন । বাস্তবধর্মী লেখার আগ্রহ থেকেই তিনি আজো লিখে চলেছেন । লিখছেন সমাজের সংগতি ও অসংগতির নানা দিক ।

সমাজের জুলুম অবিচার সহ নানা প্রতিবাদী কথা চয়নে সিদ্ধহস্ত শাহ মো. আসাদুল্লাহ অর্জন করে নিলেন সাহিত্য পুরস্কার । উপন্যাস “মেঘকন্যা“ লিখে লেখা প্রকাশনীর সাহিত্য পুরস্কার অর্জন করেন। লেখক ও পাঠক মহলে তার পরিচিতি –ও সুনাম এখন শিক্ষকের পাশাপাশি লেখক হিসেবে ।

শুক্রবার সন্ধ্যায় লেখা প্রকাশনীর এক সাহিত্য আড্ডায় কাপাসিয়ার সন্তান শাহ মো. আসাদুল্লাহ সম্মাননা ও ক্রেষ্ট পেয়ে সম্মানিত হলেন । লেখকের হাতে এ পুরস্কার তুলে দিলেন লেখা প্রকাশনীর প্রকাশক বিপ্লব বড়ুয়া ।
এক অনভুতিতে পুরস্কারপ্রাপ্ত শাহ মো. আসাদল্লা বললেন, সমাজে লেখকের দায়বদ্ধতা অনেক । সমাজ পরিবর্তনে ক্ষুরধার লেখনি প্রয়োজন

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

ফেসবুকে জার্মানবাংলা২৪

বিজ্ঞাপন

Check for details