প্রতিষ্ঠিত প্রবাসী ব্যবসায়ী মুজিব সরকার। জীবন সংগ্রামে প্রত্যেক প্রবাসীই স্বপ্ন দেখে সফলতার। শত কষ্টের বিনিময়ে অনেকেই গড়েছেন প্রত্যাশিত প্রবাস জীবন; তবে এর পিছনে রয়েছে মেধা ও শ্রম। ইতালী প্রবাসী সফল ব্যবসায়ী মুজিব সরকার মনে করেন, নিজের অবস্থান গড়ার পর অন্য আরেক জনের কর্মস্থান করে দেয়াও এধরনের মানব সেবা।
প্রবাস জীবন মানেই একটা চ্যালেঞ্জিং বিষয়, আর এ চ্যালেঞ্জকে মোকাবেলা করে এখন ইতালীর প্রতিষ্ঠিত ব্যবসায়ী মজিব সরকার। যিনি মনে করেন, জীবন সংগ্রামে সফল হওয়ার পর, অন্য আরেকজনের জন্য কর্মসংস্থান তৈরি করা একটি অন্যতম মানব সেবা
সাফল্যকে হাতের মুঠোয় পেতে হলে, আগে নিজেকে তৈরি করতে হবে। তাই শিক্ষা, সততা, শ্রম ও মেধাই নিয়ে যাবে তাকে সাফল্যের শীর্ষে।
বর্তমানে ইতালীর ভেনিস ও আনকোনা শহর সহ ইউরোপের অন্যান্য দেশেও মজিব সরকারের জাহাজ তৈরির ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। নিউ ওয়ার্ল্ড কোম্পানীর মধ্য দিয়ে তিনি এবং প্রতিষ্ঠানে কর্মরত প্রায় ২০০ প্রবাসী বাংলাদেশী সুন্দর একটি পৃথিবীর স্বপ্ন দেখেন।
ইসমাইল হোসেন স্বপন
ইটালি