হাবিবুর রহমান,গাজীপুর প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরের লতীফপুরে আব্দুল ওয়াদুদ ওরফে বাবুল মাস্টার(৫৫) নামে এক স্কুল শিক্ষক ছেলের হাতে নির্মম ভাবে খুন হয়েছেন। সোমবার (২১ অক্টোবর) দিবাগত রাতে এঘটনা ঘটে।এ ঘটনায় নিহত স্কুল মাষ্টারের ছেলে এমদাদ হাসমী রাতুল (২৫) কে রাতেই আটক করেছে পুলিশ ।রাতুল ঢাকার কোন এক ইউনিভার্সিটিতে ইংলিশে অনার্সে লেখাপড়া করছে।
নিহত স্কুল মাষ্টার কাপাসিয়ার তরগাও কোহিনূর গার্লস স্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন।
শ্রীপুর থানার উপপরিদর্শক এসআই হাবিব জানান, গতকাল রাত একটার দিকে টাকা চাওয়ার জের ধরে ছেলে রাতুল নিহত স্কুল মাস্টারকে রড দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে থানায় ফোন দেয়। পরে পুলিশ গিয়ে আহত থাকা অবস্থায় নিহত মাস্টারকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে সেখানেই তার মৃত্যু হয়। এ সময় নিহত স্কুল মাস্টারের ছেলেকে (রাতুল) আটক করে পুলিশ।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিয়াকত আলী জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের ছেলেকে আটক করা হয়েছে, মামলা প্রক্রিয়াধীন রয়েছে ।