হাবিবুর রহমান গাজীপুর প্রতিনিধি:”পুলিশের সঙ্গে কাজ করি, জঙ্গি-মাদকমুক্ত সমাজ গড়ি” এই স্লোগান কে সামনে রেখে গাজীপুরের শ্রীপুরে শ্রীপুর মডেল থানার আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৬ অক্টোবর ) সকাল ১১টায় শ্রীপুর পৌর শহরের র্যালি শেষে উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
“পুলিশের সঙ্গে কাজ করি, জঙ্গি-মাদকমুক্ত সমাজ গড়ি” এ স্লোগানকে ধারণ করে ব্যানার ফেস্টুন নিয়ে বাদ্যযন্ত্রের তালে তাল মিলিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থী, কমিউনিটি পুলিশ সদস্য, আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ গ্রহণ করেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. লিয়াকত আলীর সভাপতিত্বে ও শ্রীপুর থানায় ওসি অপারেশন মো. তারিকুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ।
এসময় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার, কমিউনিটি পুলিশের শ্রীপুর উপজেলার সভাপতি আহসান উল্লাহ, সাধরণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।