আরিফুজ্জামান আরিফ,বেনাপোল(যশোর)প্রতিনিধি:শার্শার বাগআঁচড়া বাজারে ভাই ভাই বেকারীতে অভিযান পরিচালনা করে ৩০,০০০/- (ত্রিশ) হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
শার্শা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) খোরশেদ আলম বলেন, মঙ্গলবার (২২ অক্টোবর) বিকালে বাগআঁচড়া বাজারের ভাই ভাই বেকারীর মালিক জাকির হোসেনকে অপরিষ্কার-অপরিচ্ছন্ন, নোংরা, মেয়াদোত্তীর্ণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন এবং বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় ভোক্তা অধিকার আইনে এই জরিমানা করা হয়।পাশাপাশি আগামী ০৭দিনের মধ্যে সবকিছু ঠিকঠাক করে নেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়।
তিনি আরো বলেন,ভেজাল খাদ্যের উপর শার্শা উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।