২০১৮ সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন কঙ্গোর জিনতত্ত্ববিদ দেনিস মুকওয়েজি এবং ইরাকের মানবাধিকারকর্মী নাদিয়া মুরাদ।
নরওয়েজীয় নোবেল কমিটি (৫ অক্টোবর) এ কথা জানায়। এক বার্তায় বলা হয়, “যৌন নির্যাতনের মতো জঘন্য যুদ্ধাপরাধের দিকে নজর এবং এর মোকাবেলা করতে বিজয়ীরা অসামান্য অবদান রেখেছেন।”
পেশায় একজন জিনতত্ত্ববিদ দেনিস মুকওয়েজি ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে যৌন নির্যাতনের শিকার নারীদের চিকিৎসা করেন। দেশটির পূর্বাঞ্চলীয় শহর বুকাভুতে অবস্থিত পানজি হাসপাতাল পরিচালনা করেন তিনি। ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত এই হাসপাতালে প্রতি বছর হাজার হাজার নারীকে চিকিৎসা দেওয়া হয়। যৌন নির্যাতনের শিকার এসব নারীদের অনেকের অস্ত্রোপচারের প্রয়োজনও হয়।
আগামী ১০ ডিসেম্বর নরওয়ের রাজধানী অসলোতে নোবেল পুরস্কারের প্রবক্তা আলফ্রেড নোবেলের মৃত্যু বার্ষিকীতে এই বিজয়ী দুজনের হাতে শান্তি পুরস্কার তুলে দেওয়া হবে।
এদিকে, ইরাকের সংখ্যালঘু ইয়াজিদি সম্প্রদায়ের ওপর নির্যাতনের কথা বলেন নাদিয়া মুরাদ। তিনি কাজ করেন শরণার্থীদের পক্ষে। দেশটির নারী অধিকার নিয়েও সোচ্চার নাদিয়া ২০১৪ সালে মসুলে আন্তর্জাতিক সন্ত্রাসী দল ইসলামিক স্টেট এর সদস্যদের হাতে বন্দি ছিলেন। সেসময় ধর্ষিতাও হোন সন্ত্রাসীদের হাতে। তথ্য সূত্র: রয়টার্স