একেএম বাবু রাজশাহী প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল মান্দা (বিএনপি’র) উদ্যোগে গত বুধবার (৩০ মে) বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৭ তম শাহাদৎ বার্ষিকী পালন করা হয়েছে । এতে তাঁতি দলের থানা অাহবায়ক অাতিকুর রহমানের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সহসভাপতি অালহাজ্ব ইঞ্জিনিয়ার অাক্কাস অালী মোল্লা।
এদিকে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ন বক্তব্য এবং বেগম খালেদা জিয়ার মুক্তি দাবী তুলে মন্তব্য করেছেন,-নওগাঁ জেলা বিএনপির যুগ্নসাধারন সম্পাদক,মান্দা অাসনের (এমপি) পদপ্রার্থী ডাঃ ইকরামুল বারী টিপু।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন,জেলা তাঁতি দলের সাধারন সম্পাদক, শেখ অাব্দুস শুকুর এবং অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন (সাবেক) সহ সভাপতি, অালহাজ্ব অাফাজ উদ্দিন মোল্লা, সাবেক যুগ্নসম্পাদক মোস্তাফিজুর রহমান ফিরোজ, কৃষক দলের যুগ্ন অাহবায়ক অাব্দুল কাদের, তাঁতী দলের থানা সভাপতি জেএম নাজিম উদ্দিন, প্রভাষক এমদাদুল হক,নূর রহমান সহ স্থানীয় নেতা কর্মীরা (এমপি) প্রার্থী ডা. টিপুর পক্ষে উক্ত মাহফিলে বেশি ভাগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।অপরদিকে অারেকটি অনুষ্ঠান হয়েছে রাজশাহীর তানোরে কামারগাঁ ইউপির মাদারীপুর বাজারে শহিদ জিয়া পরিষদ রুমে গত বুধবার বিকেলে ইউনিয়ন বিএনপির অায়োজনে, এবং ইউপি সাংগঠনিক সম্পাদক, মজিবুর রহমানের সভাপতিত্বে, প্রধান বক্তা হিসেবে ছিলেন, কামারগাঁ ইউনিয়ন নব্য সভাপতি, সাবেক মেম্বার ও রেজিষ্ট্রি অফিসের সিনিয়র দলিল লেখক, খলিলুর রহমান খলিল এবং সাধারন সম্পাদক, সুলতান অাহম্মেদ, অত্র ইউপি স্বেচ্ছাসেবক দলের সভাপতি, ইউসুফ অালী, সাংগঠনিক সম্পাদক,অাবু হেনা, সাংগঠনিক ২, অাব্দুল মান্নান মেম্বার সহ ইউনিয়নের সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উক্ত মাহফিলে উপস্থিত ছিলেন।