একেএম বাবু রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর তানোরে তালন্দ ইউপির লালপুর অাইডিয়াল কলেজে বাংলাদেশ ছাত্রলীগের ৬১ সদস্যের পুর্নাঙ্গ কমিটি জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৮শে জুলাই শনিবার বিকেলে লালপুর অাইডিয়াল কলেজ হল রুমে ছাত্রলীগের সন্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এতে তানোর উপজেলা ছাত্র লীগের সভাপতি এসকে সানী সন্মেলন উদ্বোধন করেন এবং উপজেলা সাধারন সম্পাদক,সারোয়ার হোসেন শাওনের পরিচালনায়, শাফিউল ইসলামের সভাপতিত্বে, সন্মেলনে প্রধান অতিথি উপজেলা অাওয়ামী লীগের সাধারন সম্পাদক, অাব্দুল্লাহ অাল মামুন উপস্থিত ছিলেন।
এদিকে প্রধান বক্তা ছিলেন, তালন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অাবুল কাশেম বক্তব্য দিয়েছেন,, তানোর উপজেলা যুবলীগের রাজা, কলমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। অত্র ইউনিয়ন অা,লীগ সভাপতি, নাজিমুদ্দিন বাবু, যুবলীগ সভাপতি রইচ উদ্দিন বাচ্চু, অা,লীগ নেতা অবসরপ্রাপ্ত সেনা (সার্জেন্ট) মনিরুজ্জামান মনির, তালন্দ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাসান সহ অত্র ইউনিয়ন ছাত্রলীগের নেতা কর্মীরা উক্ত সন্মেলনে উৎসব মুখর পরিবেশে উপস্থিত ছিলেন।
এদিকে জানা গেছে তালন্দ ইউনিয়ন ছাত্রলীগের সন্মেলনে, শাফিউল ইসলামকে সভাপতি, উত্তম কুমারকে সাধারন সম্পাদক হিসেবে ৬১ সদস্য কমিটি সর্ব সম্মতিতে প্রকাশ করা হয়েছে।
অপরদিকে প্রধান অতিথি অাব্দুল্লাহ অাল মামুন বলেন, অাসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার অাস্থাভাজন জেলা সভাপতি, অালহাজ্ব ওমর ফারুক চৌধুরীর হাতকে শক্তিশালী করবে এবারের নতুন কমিটির ছাত্রলীগ? তাই মামুন বলেন, অতীতের সব কিছু ভুলে গিয়ে এখন থেকে নৌকা প্রতীকের ভোট বৃদ্ধির জন্য নিজ নিজ এলাকাতে মাঠে নেমে সার্বিকসহযোগিতা চেয়ে ভালো করে কাজ করার জন্য সকলের প্রতি অাহব্বান জানিয়েছেন তানোর উপজেলা অাওয়ামী লীগের সাধারন সম্পাদক, অাব্দুল্লাহ অাল মামুন এবং তালন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অাবুল কাশেম।