জার্মান-বাংলা রিপোর্ট: অবশেষে লাক্স তারকা মিমের সংসারও ভেঙে গেল। ভালোবেসে প্রায় দু বছর আগে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সাফায়াত আলীর সঙ্গে ঘর বেঁধে ছিলেন লাক্স তারকা নাদিয়া আফরিন মিম। কিন্তু হঠাৎই জানা গেলো, ভেঙে গেছে তাদের সংসার।
শনিবার (৯ জুন) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন এই তারকা নিজেই।
গত মে থেকে আনুষ্ঠানিকভাবে আলাদা থাকছেন মিম ও সাফায়াত আলী। বিচ্ছেদের কারণ সর্ম্পকে মিমের সরল উত্তর, একটা স্বপ্ন নিয়ে সংসার শুরু করেছিলাম। কিন্তু একটা পর্যায়ে আমাদের মধ্যে মতের অমিল দেখা দেয়। যা মেনে নিয়ে একসঙ্গে বসবাস করা প্রায় অসম্ভব। তাই বাধ্য হয়েই বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে হয়েছে।