জার্মানবাংলা২৪ ডেস্ক: স্পেনের হয়ে ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় মঞ্চে নিজের দক্ষতা দেখাবেন একজন রুপান্তরকামী নারী ‘মিস ইউনিভার্স স্পেন-২০১৮’ জয়ী এঞ্জেলা পোন্সি।
টারাগোনাতে ২২ প্রতিযোগিকে পরাজিত করে সেরার মুকুট নিজের মাথায় পরে নেন পোন্সি। কর্তৃপক্ষ এই প্রতিযোগিতায় রুপান্তকামী নারীদের অংশগ্রহণে নিষেধাজ্ঞা তুলে নেয়ার ৬ বছরের মাথায় এই খেতাব জিতলেন এঞ্জেলা। এরআগে ২০১৫ সালে ‘মিস ওয়ার্ল্ড স্পেন’ প্রতিযোগিতায় নাম লিখিয়েছিলেন পোন্সি। কিন্তু ব্যর্থ হয়েছিলেন। মুকুট জয়ের পর পোন্সি বলেন, ‘আমি বিশ্বকে সহনশীলতার বার্তা দিতে চাই। যার মাধ্যমে একজন মানুষ নিজকে এবং সেই সঙ্গে অন্যদেরও সম্মান করতে পারে।’
২০১২ সালে ‘মিস ইউনিভার্স’ কর্তৃপক্ষ আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় রুপান্তরকামী নারীদের অংশগ্রহণের অনুমতি দেয়।