এ. এম উবায়েদ, কিশোরগঞ্জ প্রতিনিধি: রাষ্ট্রপতি আবদুল হামিদ-এর উদ্যেগে কিশোরগঞ্জ-ঢাকা রুটে চলাচলকারী অন্তঃনগর ট্রেন ‘কিশোরগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনে বুধবার (১৭ অক্টোবর) থেকে যুক্ত হচ্ছে একটি এসি কোচ। গত ৮ অক্টোবর রাষ্ট্রপতিকে দেয়া গণসংবর্ধনায় দাবির প্রেক্ষিতে কিশোরগঞ্জ এক্সপ্রেসে ৫০ অাসনের এসি কোচটি সংযুক্ত করার নির্দেশ দেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদিন বিষয়টি নিশ্চিত করেছেন।
কিশোরগঞ্জ এক্সপ্রেসে এসি কোচ যুক্ত হওয়ার ফলে প্রথমবারের মতো কিশোরগঞ্জবাসী ট্রেনযাত্রায় উন্নত ও আরামদায়ক যাত্রীসুবিধা পাবেন। ৫০টি আসনের সবকয়টি টিকিট কিশোরগঞ্জ রেলষ্ট্রেশনের জন্য বরাদ্দ থাকবে।