জার্মান-বাংলা ডেস্ক: ১৪টি বাচ্চাসহ দুটি মা কুকুরকে জীবন্ত কবর দেয়ার ঘটনায় করা মামলার রায় ১০ মে (বৃহস্পতিবার)। এর আগে গেল বছরের ২৯ অক্টোবার এ ঘটনায় রামপুরা থানায় মামলা দায়ের করে পিপল ফর এনিমেল ওয়েলফেয়ার। মামলার সাক্ষী করা হয় প্রাণী কল্যাণ সংগঠন কেয়ার ফর পজ। এ প্রেক্ষিতে চলতি বছরের ১৯ এপ্রিল মামলার প্রথম শুনানি সম্পন্ন হয় ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে।
আসামী পক্ষ দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনার আবেদন করলে আদালত তা না মঞ্জুর করে সাক্ষীদের উপস্থিত হবার নির্দেশ দেন। পরবর্তীতে গত ৬ মে এই মামলার ১৫ জন সাক্ষী আদালতে হাজির হয়ে সাক্ষ্য দেন। সেই প্রেক্ষিতে এ মামলার শুনানির দিন আগামী ১০ মে ধার্য করেন আদালত।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৭ সালের ২৫ অক্টোবর মধ্যরাতে রাজধানীর পশ্চিম রামপুরার মহানগর প্রোজেক্ট এলাকার বাগিচারটেক জামে মসজিদের পাশে ১৪টি চোখ না ফোঁটা বাচ্চাসহ দুটি মা কুকুরকে জীবন্ত পুঁতে ফেলা হয়। ঘটনার পরপরই ২৮ অক্টোবর রামপুরা থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়।
স্থানীয়রা তখন অভিযোগ করেন, বাগিচারটেক কল্যাণ সমিতির নির্দেশে নির্মম এ কাজটি করেন এলাকার এক নিরাপত্তারক্ষী। প্রথমে দুইটি মা কুকুরকে পেটানো হয়, চোখ উপড়ে ফেলা হয়, হাড় ভেঙে ফেলা হয়। এরপর তাদের চোখ না ফোঁটা ১৪টি বাচ্চাকে বস্তাবন্দী করা হয়। পরে দুই মা কুকুরসহ বাচ্চাগুলোকে জীবন্ত পুঁতে ফেলা হয় বাগিচারটেক জামে মসজিদের পাশে একটি ফাঁকা জায়গায়।