একেএম বাবু রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর পাঁচন্দর ইউনিয়নে তানোর গোদাগাড়ী অাসনের এমপি জেলা অা,লীগ সভাপতি, অালহাজ্ব ওমর ফারুক চৌধুরী দোয়া ও ইফতার মাহফিলে অাগমনের কারনে অত্র এলাকাতে ব্যপক জনতার ঠল পড়েছে গত ৩জুন রবিবার বিকেলে দুবইল উচ্চ বিদ্যালয়ের ফুটবল মাঠে? দেখা গেছে, পাঁচন্দর ইউনিয়ন অা,লীগ সভাপতি ও পরিষদের চেয়ারম্যান অাব্দুল মতিনের সভাপতিত্বে এবং শফিকুল সরকারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা অা,লীগ সভাপতি, সাবেক শিল্পপ্রতি মন্ত্রী গোদাগাড়ী তানোর অাসনের (এমপি) সংগ্রামী সংগঠক, জননেতা অালহাজ্ব ওমর ফারুক চৌধুরী তিনি উক্ত মাহফিলে উপস্থিত ছিলেন।
এদিকে অারো যারা উপস্থিত ছিলেন,তানোর উপজেলা অা,লীগের সাধারন সম্পাদক,অাব্দুল্লাহ অাল মামুন এবং উপজেলা যুবলীগ সভাপতি,কলমা ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান, যুবকদের যুবরাজ লুৎফর হায়দার রশিদ ময়না, তানোর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রেজাউল ইসলাম, সরনজাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অাব্দুল মালেক, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক জোবায়ের ইসলাম,বাধাঁইড় ইউপি অা,লীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান অাবুল কালাম অাজাদ, বাধাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অাতাউর রহমান, যুবমহিলালীগ সভাপতি অাকতার জাহান লাভলী তরুনদের জনপ্রিয় ব্যক্তি প্রভাত মৃধা সহ স্থানীয় সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উক্ত ইফতার মাহফিলে উৎসব মুখর পরিবেশে উপস্থিত ছিলেন। অপরদিকে প্রধান অতিথি তিনি গুরুত্বপূর্ন বক্তব্যে বলেন, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তি শালি করতে হলে তার নৌকাকে রাজশহীর সব জায়গাতে বিজয় করাতে হবে? এবং বঙ্গবন্ধু কন্যার ঘোষিত ডিজিটাল ২১ ভিশন বাস্তবায়ন করার জন্য সব ভেদা ভেদ ভুলে নৌকার মুল পক্ষের ধারাতে সকলকে এক সংঙ্গে ঐক্য বদ্ধ থাকার জন্য অাহব্বান জানিয়েছেন তাছাড়া তিনি রমজানুল মোবারকের শুভেচ্ছাা এবং ঈদুল ফিতরে অভিনন্দন জানিয়েছেন অালহাজ্ব ওমর ফারুক চৌধুরী(এমপি)।