নিজস্ব প্রতিনিধি:- রাজশাহী সিটিকর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল দু ওসির প্রত্যাহারের দাবী করেছেন নগরীর কাশিয়াডাংঙ্গা থানার ওসি এবং নগরীর ডিবির ওসি এ দুজনকে প্রত্যাহারের দাবী করেছেন বিএনপি মেয়র প্রার্থী বুলবুল সংবাদ সন্মেলনে এ দাবী জানান।
পাশা পাশি বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে? বিএনপি যে অভিযোগ গুলো করবে সে গুলো একজন নির্বাহী মেজিষ্ট্রট দারা তদন্তের দাবী করেছেন সংবাদ সন্মেলনে মেয়র পদপ্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল অারো বলেন নির্বাচনে প্রচার প্রচারনায় দুদিনে অবৈধ ভাবে চার কোটি টাকার পোষ্টার ছাপানো হয়েছে বুলবুল জানতে চেয়েছেন এতো টাকা কে দিলো? এছাড়া বুলবুল বলেন বুধবার বিএনপির নেতা কর্মীকে মারধর করার সময় পুলিশ দাড়িয়ে দেখছে কিন্তুু কোন প্রতিকার নেই বরং বিএনপির কর্মীকে ধরে নিয়েগেছে বুলবুল বলেন এগুলোর বিচার করবে কে জানতে চাই দেশ বাসির সচেতনদের কাছে।
মেয়র প্রার্থী বুলবুল বলেন,তারা ভালো ভাবে মিডিয়াকে সংবাদ পরিবেশন করতে দিচ্ছে না? তিনি বলেন এর অাগে রাজশাহীতে লাল গাড়ি দিয়ে রক্ষিিবাহিনী মতো দৌরাত্ম চালানো হতো। বর্তমানে ঐ রকম হলে রুখে দেবে বিএনপির নেতা কর্মীরা। তিনি বলেন জমি দখল সংখ্যালঘুদের দেশ ছাড়া কারা এ গুলো করে তা রাজশাহী বাসি জানে।
এদিকে বিএনপির চেয়ারপার্সন খালেদার উপদেষ্ঠা মিজানুর রহমান মিনু বলেন, এই নির্বাচন কমিশন সরকারের দালাল তারা নির্বাচন পরিচালনা করতে শতভাগ ব্যর্থ হয়েছে। এ নির্বাচন কমিশনের অধিনে নির্বাচন সুষ্ঠ হয়নি বলো জোর ভাবে সাংবাদিক সন্মেলনে এ সব কথা বলেন মিজানুর রহমান মিনু। সন্মেলনে অারো যারা উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন তপু, নগর যুবদলের সভাপতি সহ অারো অনেকে উক্ত সাংবাদিক সন্মেলনে উপস্থিত ছিলেন।