জার্মানবাংলা ২৪ ডটকম: রাজধানীর বিমানবন্দর সড়কে রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় চার দিন ধরে রাজপথ আটকে বিক্ষোভ চালায় রাজধানীর বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা। শিক্ষার্থীদের আন্দোলনে যানবাহন ভাঙচুরের প্রতিবাদে ময়মনসিংহ থেকে ঢাকাগামী সব ধরনের যান চলাচল বন্ধ করে দিয়েছে বাস পরিবহন মালিক সমিতি।
বুধবার (১ আগস্ট) সকাল থেকে মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনাল ও পাটগুদাম ব্রিজ মোড় থেকে ঢাকার উদ্দেশে কোনও বাস ছেড়ে যায়নি। বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীরা পরেছেন চরম দুর্ভোগে।
ঢাকায় বাসচাপায় শিক্ষার্থী নিহতের ঘটনার জেরে কয়েক দিন ধরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে যানবাহন ভাঙচুরের প্রতিবাদে এ সিদ্ধান্ত নিয়েছেন বাস মালিক সমিতির নেতারা।
মাসকান্দা বাস টার্মিনাল সুপারভাইাজার মিলন মিয়া জানান, ঢাকায় শিক্ষার্থীদের হাতে একের পর এক যানবাহন ভাঙচুরের প্রতিবাদেই মালিক সমিতি ঢাকাগামী বাস চলাচল বন্ধের ঘোষণা দেয়। আজ বৃহস্পতিবার (২ আগস্ট) সকাল থেকে ঢাকার উদ্দেশে কোনও বাস ছেড়ে যায়নি।