ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকা উপজেলায় বাস ও ট্রাকের সংঘর্ষে তিন জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও চারজন। আজ মঙ্গলবার সকালে উপজেলার সিড স্টোর বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ময়মনসিংহ সদর উপজেলার তাজমুলের ছেলে তোফায়েল ও ঈশ্বরগঞ্জ উপজেলার আব্দুর রহমানের ছেলে ফারুকের নাম জানা গেছে। তবে নিহত নারীর পরিচয় জানা যায়নি। আহত চারজনের মধ্যে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার শাহ আলম (২৫), মুক্তাগাছা উপজেলার আব্দুস সামাদের ছেলে নূর মোহাম্মদ (৩০) ও ঈশ্বরগঞ্জ উপজেলার জয়নাল আবেদিনের ছেলে রুবেলের নাম জানা গেছে। ভালুকা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মাজহার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সিড স্টোর বাজার সংলগ্ন এলাকায় রাস্তার পাশে একটি ট্রাক দাঁড় করিয়ে রাখা হয়েছিল। এ সময় ঢাকা থেকে ময়মনসিংহগামী সৌখিন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাসের তিনযাত্রী নিহত হয়। ঘটনায় আহতদের মধ্যে একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের ভালুকা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা চলছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটিকে সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।