জামালপুরের মেলান্দহ উপজেলায় চলতি বোরো মৌসুমে ধান ক্ষেতে ছত্রাক জনিত ব্লাস্ট রোগ ছড়িয়ে পড়েছে। এতে করে দিশেহারা হয়ে পড়েছে কৃষক পরিবারগুলো।
উপজেলায় চলতি মৌসুমে ২০ হাজার ৫০০ হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়েছে। অন্য জাতের ধান ভাল হলেও ব্রি-২৮ জাতের ধান ক্ষেতে গত বছরের মতো এবারও ব্লাস্ট রোগ দেখা দিয়েছে। এ রোগ দেখা দেওয়ায় কৃষকদের মাঝে আশানুরুপ ফলন না হওয়ার আতংক দেখা দিয়েছে।
ঘোষের ইউনিয়নের ছবিলাপুর গ্রামের আলম শেখ জানান, ৬ বিঘা জমিতে ২৮ জাতের ধান চাষ করেছি। অনেক শীলা বৃষ্টি হওয়ার পরেও ফলন ভালই হবে মনে করেছিলাম। কিন্তু গত কয়েকদিন আগে ক্ষেতে এসে দেখি, ধানের শীষ মরে যাচ্ছে। আজ দেখছি ধানের শীষ চিটা হয়ে গেছে। তাতে ফলন তো হবেই না বরং আবাদ করে ক্ষতির সম্মুখীন হচ্ছি। এতে সারা বছর আমাদের পরিবার নিয়ে অনেক কষ্ট করতে হবে।
একই গ্রামের হেলাল উদ্দিন জানায় , ব্রি-২৮ ও ২৯ ধান প্রায় ৫ একর জমিতে চাষ করেছি। অন্য ধান কিছুটা ভাল থাকলেও ২৮ জাতের ধান মরে যাচ্ছে ও চিটা হচ্ছে। ক্ষেতে নতুন এই রোগটি প্রথমে দু-একটি শীষে দেখা যায় পরে কয়েকদিনের মধ্যে ছড়িয়ে পড়ে সমস্ত ধান ক্ষেতে। তবে আমি কীটনাশক স্প্রে দিয়েছি কোন কাজ হয় নাই। তবে আমাদের কৃষি অধিদপ্তর একটু খোজ খবর নিলে হয়ত এমন হতো না
রকিব হাসান (নয়ন) জামালপুর প্রতিনিধি