মুশফিক রহিম এর কবিতা ’আমরা তরুণ’
জার্মানবাংলা২৪ রিপোর্ট :
- প্রকাশের সময়: রবিবার, ১৪ অক্টোবর, ২০১৮
আমরা তরুণ ফুলের কুঁড়ি
অরুণ রাঙা প্রভাত
আমরা জোয়ান নতুন প্রাণ
টুটাই তিমির রাত।
আমরা তরুণ খুব ভয়ানক
আলোর মাঝে আঁধার
সাধ্য কভু আছে কারো
তারুণ্যকে বাঁধার?
আমরা আগুন আমরা ফাগুন
আমরা আশার আলো
আমরা সেরা বিশ্ব ঘেরা
দূর করি যে কালো।
আমরা তরুণ যুগে যুগে
বিশ্ব করি জয়
দৈত্য দানব যেই বা আসুক
করি তারে লয়।
আমরা তরুণ আলেকজেন্ডার,
ওমর,আলী,খালিদ
জীর্ণ শীর্ণ এই পৃথিবী
গড়তে নাহি নিদ।
জীবন নদে যতই আসুক
ঢেউ থামানো বাঁধ
সকল বাঁধা ভেঙে আমরা
মিটাই মনের সাধ।
নিত্য করি যুদ্ধ মোরা
এই জীবনের সাথে
বুকের ভিতর সাহস নিয়ে
চলি দূর্গম প্রাতে।
চন্দ্র তারা জয় করিতে
ছুটাই নভোযান
সৌরজগৎ রহস্যতে
চালাই অনুসন্ধান।
মৃত্যুটাকে মুঠোয় পুরে
নিত্য অভিযান
অগ্নিশীলায় ধ্বংসলীলায়
খুঁজি নতুন প্রাণ।
ভয় করিনা অগ্নিবাণে
মৃত্যু আসুক প্রাণে
মরুর বুকে মেরুর বুকে
জয় করি সবখানে।
আমরা তরুণ নওজোয়ান
খুঁজি সঠিক পথ
বিশ্বভূবন গড়বো বলে
রোজই করি শপথ।
আলোর মাশাল হাতে নিয়ে
এই পৃথিবীর কর্ণে
দুঃখ বিষাদ ঝেড়ে ফেলে
সাজাই নতুন বর্ণে।
এই বিভাগের অন্যান্য সংবাদ