এইচ এম আলমগীর কবির, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কৃতি সন্তান সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামীলীগ সিরাজগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডা: মো. হাবিবে মিল্লাত মুন্না আইপিইউ এর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা কমিটির সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন। সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক কনফারেন্স সেন্টার এ অনুষ্ঠিত আইপিইউ এর ১৩৯তম এসেম্বলিতে সর্ব সম্মতিক্রমে নির্বাচিত হন।
গত বছর অক্টোবর মাসে আইপিইউ’র সম্মেলনে অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি প্রথম আইপিইউ এর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছিলেন। সম্মেলনে এ বছর ১৯০ টি দেশের সংসদ সদস্যগণ উপস্থিত হয়েছেন। বাংলাদেশ সরকারের জাতীয় সংসদ এর পক্ষে অধ্যাপক ডা: মো. হাবিবে মিল্লাত মুন্না এমপি প্রতিনিধিত্ব করেন। বিশ্বের প্রায় আড়াই হাজার এমপি এ সম্মেলনে অংশগ্রহণ করেন।
এ বছর আইপিইউ’র সম্মেলনে বাংলাদেশের পার্লামেন্টের পক্ষ থেকে “সকলের জন্য স্বাস্থ্য সেবা” নিশ্চিত করার ঘোষণা আসে। ব্যুরো অব ডেমোক্রেসি এন্ড হিউম্যান রাইটস কমিটি উত্থাপনের জন্য সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহিত হয়। সিদ্ধান্তটি আইপিইউ এর সভাপতি অধ্যাপক ডা: মো. হাবিবে মিল্লাত মুন্না এমপি উত্থাপন করেন। ইন্টার পার্লামেন্টারী ইউনিয়নের স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির সভাপতি পদে নির্বাচিত হবার পর অধ্যাপক ডাঃ মো. হাবিবে মিল্লাত এমপি বাংলাদেশের মানুষের স্বাস্থ্য সম্পর্কিত বিষয় আইপিইউ’র সভায় উত্থাপন করেন এবং বিশ্বের প্রায় দুইশতটি দেশের সাথে বাংলাদেশের মানুষের স্বাস্থ্য সম্পর্কিত বিষয় নিয়ে কাজ করার সুযোগ তৈরি হয়।
আইপিইউ এর নির্বাচিত সহ সভাপতি হলেন অষ্ট্রিয়ার পেট্রা বায়ার এমপি। অন্য সদস্যরা হলেন সুইডেন এর প্রতিনিধি উলরিকা কার্লসন, বেলজিয়ামের সংসদের প্রতিনিধি সিনেটর এলেন ডেকসমি, রোয়াডা সিনেটর সেবুহোরা আর্মেনিয়া ক্যারেন এভাজিয়ান এমপি, উজবেকিস্থানের ওরাল এটা নিয়ান, ডোমিনিক্যাল রিপাবলিকের ভিক্টর সুরেজ।