রাজীবুল হাসান, ভৈরব প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইনে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আক্তার উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ সংর্ঘষে উভয়পক্ষের প্রায় ৫ জন আহত হয়। নিহত আক্তার উদ্দিন একই এলাকার মৃত ফজর আলীর ছেলে।
শুক্রবার (২৪ আগস্ট) দুপুরে মিঠামইন উপজেলার কাটখাল ইউনিয়নে চরকাটখাল এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সুত্র জানায়, একই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য হোসেন মিয়া এবং সাবেক ইউপি সদস্য লফিত মিয়া এ দুই পরিবার গতকাল বৃহস্পতিবার ফুটবল খেলার আয়োজন করে। কিন্তু গতকাল বিকেলে ফুটবল খেলাকে কেন্দ্র করে এ দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে আজ দুপুরে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে এ দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সংঘর্ষে বল্লমের আঘাতে লফিত মিয়া পক্ষের আক্তার উদ্দিন ঘটনাস্থলেই মারা যায়। এ সময় কউভয়পক্ষের প্রায় ৫ জন আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মিঠামইন থানার অফিসার ইনর্চাজ আলিমুল হক জানান, ঘটনার খবর শুনে দ্রুত ঘটনাস্থলে যাই পুলিশ । গতকাল ফুটবল খেলাকে কেন্দ্র করে এ দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে আজ দুপুরে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে এ দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সংঘর্ষে বল্লমের আঘাতে লফিত মিয়া পক্ষের আক্তার উদ্দিন ঘটনাস্থলেই মারা যায়।