একেএম বাবু রাজশাহী প্রতিনিধি:- নওগাঁ জেলার মান্দা উপজেলার গনেশপুর ইউনিয়নে গত বুধবার (৬জুন) বিকেলে সুতিহাট বাজার চকদার রাইস মিল চত্ত্বরে অত্র ইউনিয়ন বিএনপি কৃষক দলের অায়োজনে অালোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এদিকে ইফতার মাহফিলের পূর্বে অালোচনা সভাতে কৃষক দলের অাহবায়ক মোজাম্মেল হকের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ন বক্তব্য দিয়েছেন নওগাঁ জেলা বিএনপির যুগ্নসাধারন সম্পাদক, সফল সংগঠক, মান্দা উপজেলার সাবেক চেয়ারম্যান এ অাসনের একমাত্র শহিদ জিয়ার সৈনিক, ডাঃ ইকরামুল বারী টিপু। অপরিদকে মাহফিলে অারো যারা উপস্থিত ছিলেন তারা হলেন, অত্র উপজেলার সাবেক যুগ্নসম্পাদক মোস্তাফিজুর রহমান ফিরোজ, যুগ্ন অাহবায়ক অাব্দুল কাদের, সাবেক উপজেলা কোষাধ্যক্ষ মোজাম্মেল হক মুকুল, প্রভাষক এমদাদুল হক, ছাত্রদল নেতা অাল মামুন, অাশরাফুল ইসলাম সহ স্থানীয় অনেকে উক্ত মাহফিলে উৎসব মুখর পরিবেশে উপস্থিত ছিলেন।