ইসমাইল হোসেন স্বপন.ইতালি থেকে: গত রবিবার পবিত্র মাহে রমজানের ১১তমদিনে মিলানোস্থ মুসলিম সেন্টার জামে মসজিদে মাদারীপুর জেলা কল্যাণ সমিতি মিলান লম্বারদিয়া ইতালির পক্ষ থেকে সভাপতি দেলোয়ার হোসেন মোল্লা,সাধারণ সম্পাদক সাইদুর রহমান,আগত সকলকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য ।অন্যান্নের মধ্যে আরো বক্তব্য রাখেন আকরাম হোসেন,আবু আলম,জয়নাল মুন্সি,দানিয়েল খান,টিটু বেপারী,মামুন হাওলাদার,রিয়াজুল ইসলাম কাওছার,মিজান সহ আরো অনেকে।। মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা এক্সচেঞ্জ কোম্পানী এমডি মোঃআলী হোসাইন। মাদারীপুর জেলা কল্যাণ সমিতির নেত্রীবৃন্দের সার্বিক তত্ত্বাবধানে ইফতার মাহফিলে রোজার মর্যাদা,ফজিলত ও তাৎপর্য তুলে ধরে বয়ান পেশ এবং বিশ্বের মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন মুসলিম একাডেমির প্রধান শিক্ষক মাওলানা গাউসুর রহমান,হাফিজ রবিউল এবং হাফিজ নাজমুল হোসেন সুরুজ। ইফতার মাহফিলে নেত্রীবৃন্দ ছাড়াও মিলান আওয়ামীলীগ,বিএনপি নেত্রীবৃন্দ,মিলান বাঙলা প্রেস ক্লাব সাংবাদিক বৃন্দ,মিলান কমিউনিটির আঞ্চলিক সমিতির শীর্ষস্থানীয় নেত্রীবৃন্দ ও মিলানোস্থ গন্যমান্য ব্যক্তি বর্গ এবং স্থানীয় সহস্রাধীক সাধারণ প্রবাসী মুসল্লিগন অংশ গ্রহণ করেন।