রাজীবুল হাসান, ভৈরব প্রতিনিধি: সুরমা এক্সপ্রেস ট্রেনে মাদক পরিবহনে সহযোগিতার অভিযোগে ভৈরব রেলস্টেশন থেকে গ্রেফতার হওয়া গার্ড (ট্রেনের পরিচালক) নিয়াজ মোহাম্মদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় পরিবহন কর্মকর্তার কার্যালয় থেকে ডিভিশনাল ট্রান্সপোর্ট অফিসার (ডিটিও) এক আদেশে আজ বুধবার (৫ সেপ্টেম্বর) ওই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
এদিকে কিশোরগঞ্জ আদালতে গার্ড নিয়াজ মোহাম্মদের বিরুদ্ধে তিন দিনের রিমান্ডের আবেদন করে রেলওয়ে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা ভৈরব রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সুরুজ্জামান গত রোববার আদালতে তার বিরুদ্ধে রিমান্ড আবেদনটি করেন। বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) রিমান্ডের ব্যাপারে আদালতে শুনানী হওয়ার কথা রয়েছে।
গত শুক্রবার রাতে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুরমা মেইল ট্রেনটি ভৈরব রেলস্টেশনে পৌঁছলে র্যাব সদস্যরা ট্রেনের লাগেজ বগি থেকে ১১ কেজি গাজা ও ৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে। তালাবদ্ধ লাগেজ বগির চাবি ওই গার্ডের কাছে ছিল। এ সময় র্যাব সদস্যরা মাদকসহ তাকে আটক করে ভৈরব রেলওয়ে থানায় সোপর্দ করে। তাকে আটকের পর সে টাকার বিনিময়ে মাদক পরিবহনের কথা পুলিশের কাছে স্বীকার করে। পরে এদিনই ওই গার্ডের বিরুদ্ধে র্যাব সদস্য বাদী হয়ে মাদক আইনে একটি মামলা করে।
বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় ডিভিশনাল ট্রান্সপোর্ট অফিসার মাইনুল ইসলাম মোবাইল ফোনে জানান, মাদকদ্রব্য পরিবহনের সাথে জড়িত অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। তবে অভিযোগ প্রমাণিত হলে গার্ড নিয়াজকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে।