শামীম খাঁন, মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরের খোশালপুর সীমান্ত থেকে প্রায় সাড়ে ৫ কেজি রুপা সহ ১ চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। ২৬ জুলাই বৃহস্পতিবার বিকালের দিকে এ ঘটনা ঘটে। আটক সাইফুল ইসলাম (৩৪) খোশালপুর গ্রামের রবিউল হোসেনের ছেলে।
ঝিনাইদহ বিজিবি-৫৮ ব্যাটালিয়ানের অতিরিক্ত পরিচালক জসিম উদ্দিন জানান, জেলার মহেশপুর সীমান্ত দিয়ে বিপুল পরিমান রুপা পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালায় বিজিবি।
এসময় সীমান্ত পিলার ৬০/৮০ আর পিলার হতে ৩ শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে খোশালপুর মাঠ থেকে সাইফুল ইসলাম কে আটক করা হয়। পরে তার কাছে থাকা ৫ টি ব্যাগ থেকে ৫ কেজি ২৪০ গ্রাম রুপা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত রুপার মুল্য প্রায় ৩ লক্ষ ৬০ হাজার ৫ শত টাকা। আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।