ঝিনাইদহ, প্রতিনিধি: ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল। এই স্লোগানকে সামনে রেখে ৩ আগষ্ট বিকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের ব্রীজঘাট বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে আলমপুর ৪নং প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ব্রীজঘাট বাজার কমিটির সভাপতি ও আজমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ শাহাজান আলীর সভাপতিত্বে উক্ত ক্রীড়া ফুটবল খেলা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ব্রীজঘাট বাজার রাস্তার পূর্ব-পশ্চিম দুই দিকের (দোকান মালিক) দুই দল সাদা ও কমলা দলের মধ্যে এ খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত ১ম বার্ষিক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহেশপুর থানা অফিসার ইনচার্জ লস্কর জায়েদুল হক, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১২ নং আজমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আব্দুস সাত্তার খাঁন, ৬নং ওয়ার্ড সদস্য জনাব মোঃ নজরুল ইসলাম, ৫নং ওয়ার্ড সদস্য মোঃ লুৎফর রহমান, ব্রীজঘাট বাজার কমিটির সাধারন সম্পাদক মোঃ ইকবাল হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন আজমপুর ইউনিয়ন আ’ লীগের সাধারন সম্পাদক মোঃ আকিদুর রহমান, মোঃ আব্দুল মালেক মাষ্টার, সাবেক ওয়ার্ড সদস্য মোঃ মোতালেব হোসেন, মোঃ মশিয়ার রহমান, মোঃ মাইনুদ্দিন, মোঃ গোলাম মোস্তফা, আ’ লীগ নেতা মোঃ রিয়াল রহমান, মোঃ জাহাঙ্গীর হোসেন, এছাড়া উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যক্তি ও সাধারন দর্শক বৃন্দ।
খেলাটি ৪-১ গোলে কোমলা দল জয়লাভ করে। পরে প্রধান অতিথির উপস্থিতিতে খেলা শেষে বিজয়ী দু-দলের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।