শামীম খাঁন, মহেশপুর, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নে বাকোশপোতা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৮ সেপ্টেম্বর বিকালে দুটি বাকপ্রতিবন্ধী দলের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার বাকোশপোতা বাজার ফুল ব্যবসাহী সমিতির আয়োজনে বাকোশপোতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুর রহমান এর সভাপতিত্বে ৬ নং-নেপা ইডনিয়ন বনাম ৭ নং-কাজীরবেড় ইউনিয়ন এর বাকপ্রতিবন্ধী খেলোয়াড়দের মাঝে এই খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নেপা ইউপি চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি মো. সামছুল হক মৃধা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাজীরবেড় ইউপি চেয়ারম্যান ও আ’লীগ সাধারন সম্পাদক বি এম সেলিম রেজা সহ দুটি ইউনিয়নের ইউপি সদস্য, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও হাজার হাজার দর্শক উপস্থিত ছিলেন। জেলার মহেশপুর উপজেলায় এই প্রথম বাকপ্রতিবন্ধী খেলা অনুষ্ঠিত হওয়ায় এলাকায় আলোড়নের সৃষ্টি হয়েছে। উক্ত খেলায় জয়ী ও পরাজিত উভয় দলকেই খাসি ছাগল উপহার দেয়া হয়।