শামীম খান, মহেশপুর, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার বজরাপুর গ্রামে অমল কার্মকারের দোকান থেকে আমিন হোসেনের বাড়ি এবং শহিদুল ধোপার বাড়ি হতে শংকর সরকারের বাড়ি পর্যন্ত (৩৮৪ ফুট) জেলা পরিষদের ২ লাখ টাকা বাজেটের সলিং-এর কাজ অনিয়মের শেষ নেই। নিয়ম অনুযায়ী ১ নম্বর ইট এবং ৩ ইঞ্চি পুরু বালি দেবার কথা থাকলেও নিম্নমানের ৩ নম্বর ইট এবং গর্তে বালি ব্যবহার করা হচ্ছে।
স্থানীয় এলাকাবাসী বাঁধা দিলেও ঠিকাদার প্রাথমিকভাবে কাজ বন্ধ করে স্থানীয় ক্ষমতাসীন দলের নেতার সহযোগীতায় পুনরায় কাজ শুরু করেছে।
এ ব্যাপারে এস বি কে যুব লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল বিসু বলেন, আমি প্রকল্পটি এনেছি, গ্রামের রাস্তা কাজে একটু এদিক ওদিক হতেই পারে ও কোন বিষয় না।
এস বি কে ইউনিয়নের চেয়ারম্যান আরিফান চৌধুরী নুথান জানান, এভাবে নিম্নমানের ইট দিয়ে কাজ হচ্ছে তা সত্যিই দুঃখজনক, আমি বিষয়টি দেখছি।
ঝিনাইদহ জেলা পরিষদের সদস্য আসাদুজ্জামান আসাদ সাংবাদিকদের বলেন, জেলা পরিষদ থেকে ১ নম্বর ইট এবং তিন ইঞ্চি বালি দিয়ে রাস্তার সলিং করার কথা কিন্তু ঠিকাদার যদি তা না করে তাহলে চরম দুর্নীতি করছেন।
এ ব্যাপারে ঠিকাদার মাসুদ হোসেনের সাথে মোবাইলে ০১৭১৮৯২৯১৩৩ নম্বরে যোগাযোগ করলে তিনি জানান, আমি ৩ নম্বর না, দুই নম্বর ইট দিচ্ছি। প্রকল্প ছাড় করাতে আমার অনেক খরচ হয়ে গেছে। আমি আর বেশিকিছু করতে পারব না। আপনারা যা ইচ্ছা লিখতে পারেন।