শামীম খাঁন, মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: “ধানের জমিতে ডাল পুতুন, পোকার আক্রমন প্রতিরোধ করুন” এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের মালাধরপুর গ্রামের কৃষকদের নিয়ে সোমবার (২০ আগস্ট) পার্চিং উৎসব ও রোপা আমন মৌসুমে ধান কাটা উৎসবের দিক নির্দেশনা দেন মহেশপুর উপজেলা নির্বাহি অফিসার জনাব শ্বাশতী শীল ও উপজেলা কৃষি অফিসার মোঃ আবু তালহা।
পোকা মাকড়ের আক্রমন থেকে ধানক্ষেত কিভাবে রক্ষা করা যায়, সে বিষয়ে দিকনির্দেশনা ও পরামর্শ দেন। সাথে সাথে রোপা আমন ধান কাটা মৌসুমে কিভাবে দ্রুত ধান চাষির ঘরে উঠবে, করনীয় কি, সকল বিষয়ে পরামর্শ দেন। এছাড়া পরিদর্শন করেন গৌরীনাথপুর গ্রামের বিভিন্ন ড্রাগন ক্ষেত। ড্রাগন চাষিদের এ চাষে উদ্বুদ্ধ করেন এবং উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
উপজেলা নির্বাহি অফিসার ও উপজেলা কৃষি অফিসার মহোদয় পার্চিং উৎসব, ধান কাটা ও ড্রাগন ক্ষেত পরিদর্শনের সময় সাথে ছিলেন উপ সহকারি কৃষি অফিসার মোঃ হাবিবুর রহমান, মোঃ ইমরান কাজী ও মোছাঃ তানজিলা খাতুন, এছাড়া সাথে ছিলেন মোঃ আকিদুর রহমান, মোঃ আব্দুল আজিজ খাঁন, মোঃ মনিরুল ইসলাম মেম্বর, সেলিনা খাতুনসহ গণ্যমান্য ব্যাক্তি ও স্থানীয় কৃষক।