তোফাজ্জল হোসেন, মদন (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার মদনে ফাঁসিতে ঝুলে রবিকুল (৪০) নামের এক রিক্সা চালক আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। উপজেলার চানগাঁও ইউনিয়নের চানগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার গোবিন্দশ্রী গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে রিক্সা চালক রবিকুল দুই বছর যাবৎ শ্বশুড় বাড়ি চানগাঁও গ্রামে বসবাস করে আসছেন। সে মানসিক প্রতিবন্ধী ছিল বলে সরজমিনে গেলে এলাকার লোকজন জানান। শনিবার ছেলে ও মেয়েকে দড়ি দেখিয়ে রবিকুল বলে আমি মরে গেলে আমার কবরে মাটি দিও। ওই দিন সন্ধ্যা থেকে সে নিখোঁজ হয়ে যায়। রোববার সকালে লোকজন কাজের উদ্দেশ্যে হাওরে যাওয়ার সময় বাড়ির পেছনের জঙ্গলে বদ্দিরাজ গাছে রবিকুলের জুলন্ত লাশ দেখতে পেয়ে পরিবারের লোকজনকে জানায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
শ্বশুড় আব্দুল আজিজ জানান, আমার জামাই মাঝে মধ্যে পাগলামী করত। শনিবার দড়ি হাতে নিয়ে আমার নাতিদেরকে বলেছিল আমি মরে যাব। আমার কবরে মাটি দিও। এ কথা বলে সে বাড়ি থেকে চলে যায়। শনিবার রাতে শোনলাম তাকে পাওয়া যাচ্ছে না। খোঁজাখোঁজি করে কোথাও পেলাম না। রোববার সকালে আমাদের বাড়ির পেছনের গাছে ঝুলানো অবস্থায় তার লাশ পেলাম। কেন মারা গেল তা আমি জানি না।
ওসি মোঃ রমিজুল হক জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তবে প্রাথমিক ভাবে জানা গেল সে মানসিক রোগী ছিল। তবে লাশের গায়ে কোন ক্ষত চিহৃ নেই। রিক্সা চালকের বাবার আপত্তিতে তার লাশ ময়না তদন্তের নেত্রকোনা মর্গে প্রেরণ করা হয়েছে।