তোফাজ্জল হোসেন, মদন (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার মদনে মগড়া নদীতে গোসল করতে গিয়ে এক শিশুকে বাঁচাতে গিয়ে দুই শিশু নিখোঁজ হয়েছে বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুর ২ টায় উপজেলার বাগজান গ্রামে এ ঘটনা ঘটে। উভয়েই বাগজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, পূজায় বিদ্যালয় বন্ধ থাকায় দুপুরে বাগজান গ্রামের চতুর্থ শ্রেণীর ছাত্রী সেলিম মিয়ার কন্যা হিরা মনি ও তৃতীয় শ্রেণীর ছাত্রী শাহজাহানের কন্যা লিজা আক্তার, রহমত মিয়ার দ্বিতীয় শ্রেণীর ছাত্রী রোকসানা আক্তারসহ তিনজন বাড়ির পেছনের মগড়া নদীতে গোসল করতে যায়। এক পর্যায়ে হিরা মনি নদীতে পড়ে যায়। হিরা মনিকে বাচাঁতে লিজা আক্তার ছুটে যায়। এর মধ্যে ইঞ্জিল চালিত ট্রলার আসলে ট্রলারে ঢেউয়ে নদীর স্রোতে উভয়েই ভেসে যায়। শিশু রোকসানা আক্তার নদীর পাড়ে থাকায় সে বেচেঁ যায়। পরে তাদের অবস্থা দেখে রোকসানা আক্তার তাদের পরিবারের নিকট বিষয়টি জানায়। এর পর থেকেই হিরা মনি ও লিজা আক্তার নিখোঁজ রয়েছে। পরিবার গুলো তাদের সন্ধান এখনও পাচ্ছে না ।
এ সংবাদ শোনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়ালীউল হাসান, ওসি মো. রমিজুল হক, ইউপি চেয়ারম্যান মো. ফকর উদ্দিন আহমেদ ঘটনা স্থলে ছুটে যান এবং পরিবার বর্গকে শান্তনা দেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. ওয়ালীউল হাসান জানান, খবর পেয়ে তাৎক্ষনিক ফায়ার সার্ভিসের ডুবরি দলকে বিষয়টি জানানো হয়েছে। শিশুদের উদ্ধারে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান চলে বলে জানা যায়।