তোফাজ্জল হোসেন,মদন (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোণা মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বাঘমারা গ্রামে বুধবার (১৫ আগস্ট) রাতে কুরবানির গরুসহ ৫ গরু চুরি হয়েছে বলে খবর পাওয়া গেছে। বিষয়টি ইউপি চেয়ারম্যান ফকর উদ্দিন আহমেদ নিশ্চিত করেছেন।
জানা যায়, বাঘমারা গ্রামের গোলাপ,পালন ও মিলন সহোদর তিন ভাইয়ের ৫টি গরু বাড়ির ওঠানে বেধেঁ রাখে। যার আনুমানিক মূল্য ২ লাখ টাকা । এর মধ্যে একটি গরু তাদের এক আতœীয়ের নিকট ২৬ হাজার টাকায় বিক্রি করলে গরুটি তাদের বাড়িতেই রেখে যায়। গভীর রাতে চোরেরা ৫টি গরু চুরি করে নিয়ে যায়। গরুর মালিকরা অনেক খোঁজাখুজি করেও গরু গুলোর কোন সন্ধান না পাওয়ায় চুরি হয়ে গেছে বলে মালিকগণ নিশ্চিত হন।
ইউপি চেয়ারম্যান ফকর উদ্দিন আহমেদ জানান,বাঘমারা গ্রামে গোলাপ,পালন ও মিলন তিন সহোদরের পাচঁটি গরু চুরি হয়েছে। এর মধ্যে একটি গরু কুরবানির জন্য ক্রয় করে তাদের এক আত্মীয় রেখে গিয়েছিল। ওই গরুটিও চোরেরা চুরি করে নিয়ে গেছে।
ওসি মোঃ রমিজুল হক জানান, এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।